Type to search

বিরক্তি  বিলাল মাহিনী 

সাহিত্য

বিরক্তি  বিলাল মাহিনী 

বিরক্তি 

বিলাল মাহিনী

স্বপ্নে ভাসতে নেই
ডুবতেও নেই,
তাতে বাস্তবতা বিমুখ হতে হয়
শুধু কিছু অপছায়ার পিছনে ছুটে চলা
কল্পনার রঙিন রসলীলায় নিজেকে হারিয়ে ফেলা।
পৃথিবীর মৃত্যু ক্ষুধা বেড়েছে
তার শুধুই প্রাণ চাই
ভূমিধস দাবানল অনাহার-বঞ্চনার বার্তা জগৎজুড়ে
চোখে ঘুম জোটে না
নির্ঘুম বিনিদ্র রজনী পাড়ি দেয়া কষ্টের
জাগরণ-নিদ্রার মাঝে ভীষণ যন্ত্রণা
বিদ্ধ হই শুলে
রক্তস্রোত বহে দিলে।
অবসর ও কর্মহীন সংসারে
সুখের চেয়ে ঢের বেশি অসুখ।
চলন থেমে যায়; বসে পড়ি
খানিক বাদে শুয়ে পড়ি
এক অদৃশ্য বেরামে কাতর শরীর মন
বোধকরি ‘অসীম শুণ্যতায় পরম সুখ’
গান-কবিতা টিভি-নাটক নিউজ-বুলেটিন
সবতায় বিরক্তি ; বিরক্তি ধর্ম-কর্ম চিন্তা গবেষণা লেখাতেও…।