Type to search

বিপৎসীমার ওপরে বইছে পদ্মা-মেঘনার পানি

জাতীয়

বিপৎসীমার ওপরে বইছে পদ্মা-মেঘনার পানি

নিজস্ব প্রতিবেদকঃ পানি বাড়ায় নতুন করে প্লাবিত হচ্ছে পদ্মা-মেঘনার তীরবর্তী এলাকা।

শরীয়তপুর ও ভোলায় আবারো বেড়েছে পদ্মা-মেঘনার পানি। শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় পদ্মা ও মেঘনার পানি বেড়ে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এতে শরীয়তপুরের নড়িয়া, জাজিরা ও গোসাইরহাট উপজেলার নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে।  ৫ দফা বন্যায় অসহায় বানভাসিরা।

এদিকে, ভোলায় মেঘনার পানি বিপৎসীমার ১০৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে প্লাবিত হয়েছে বেড়ি বাঁধের বাইরের ২০ গ্রাম। পানি বন্দি হাজারো মানুষ। জোয়ারের পানিতে ভেসে গেছে মাছের ঘের। এছাড়া, ভোলার লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাটের বেশ কিছু অংশ ডুবে গেছে। এতে ব্যহত হচ্ছে ফেরি চলাচল।

Tags:

You Might also Like