Type to search

বাঘারপাড়া ইউপি চেয়ারম্যানের উদ্যোগে চৌকিদার বাড়ি বাড়ি পৌছে দিলো শীতবস্ত্র

অন্যান্য

বাঘারপাড়া ইউপি চেয়ারম্যানের উদ্যোগে চৌকিদার বাড়ি বাড়ি পৌছে দিলো শীতবস্ত্র

স্যটাফ রিপোর্শোার-যশোররে বাঘারপাড়ায় কয়েক দিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। গত দু’দিন গুড়ি গুড়ি বৃষ্টিতে শীত ভয়াবহ রুপ নিয়েছে। তীব্র শীতে চেয়ারম্যানের তালিকা অনুযায়ী সরকারের দেওয়া কম্বল বাড়ি বাড়ি বিতরণ করছেন রায়পুর ইউপির গ্রাম পুলিশ সদস্যরা।

সরেজমিনে দেখা গেছে, শুক্রবার সকাল থেকেই রায়পুর ইউপির চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন স্বাক্ষরিত একটি তালিকা নিয়ে গ্রাম পুলিশেরা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করেছেন।

গ্রাম পুলিশ গুরুপদ দেবনাথ জানিয়েছেন, তীব্র শীতে অসহায়, গরিব, দুঃস্থ ছিন্নমূল মানুষদের শীত নিবারণের জন্য গত দু’দিন ধরে চেয়ারম্যানের তালিকা অনুযায়ী ২’শ কম্বল বিতরণ করা হয়েছে।

রায়পুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন জানিয়েছেন, প্রকৃত গরিব, দুঃস্থ, হত-দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা সরকারের দেওয়া কম্বলগুলো যাতে পায়, সে কারণে তালিকা প্রস্তুত করে গ্রাম পুলিশের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করা হচ্ছে।