Type to search

বাগেরহাটে শিশুকে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

জাতীয়

বাগেরহাটে শিশুকে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

আবু হানিফ, বাগেরহাট অফিসঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ১১ বছর বয়সী শিশু রাসেল হাওলাদারকে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্য মোঃ মোহসিন খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে শিশুর পরিবার।রবিবার (০৬ সেপ্টেম্বর) শিশুটির ফুফু রাহিলা বেগম বাদী হয়ে ইউপি সদস্য মোঃ মোহসিন খানকে আসামী করে মোরেলগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন।এদিকে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন নির্যাতনকারী ইউপি সদস্য মোঃ মোহসিন খান।
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন,একটি শিশুকে নির্যাতনের ঘটনায় মোরেলগঞ্জ উপজেলার পুটিখালি ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ মোহসিন খানের বিরুদ্ধে মামলা হয়েছে।আসামীকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।যতদ্রুত সম্ভব আটক করে ইউপি সদস্য মোঃ মোহসিন খানকে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ,শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে উত্তর পুটিখালি গ্রামের ওবায়দুল খানের ঘেরে গোসল করার সময় রসুলকে ধরে নিয়ে নির্যাতন করেন ইউপি সদস্য মোঃ মোহসিন খান।পরবর্তীতে গুরুত্বর আহত অবস্থায় রসুলকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন তার পরিবার।রাসেলের বাম হাতে ফ্যাক্সার হয়েছে।সে এখন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

Tags: