বাগেরহাটে ভ্যানের সাথে সংঘর্ষে প্রান গেলো মোটরসাইকেল চালকের
অপরাজেয় বাংলা ডেক্স: বাগেরহাটে ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শেখ ইব্রাহিম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিন সকাল ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের শ্রীঘাট এলাকায় ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুত্বর আহত হন। নিহত শেখ ইব্রাহিম বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট গ্রামের শেখ সাদেক আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ী থেকে শহরের দিকে আসছিলেন।
বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দ্র শেখর রায় জানান, শেখ ইব্রাহিম নামে এই রাজমিস্ত্রি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে বাগেরহাট-খুলনা মহাসড়কের উপর দিয়ে বাগেরহাট শহরের দিকে আসছিলেন। শ্রীঘাট নামক স্থানে পৌছলে অসাবধনতাবশত বিপরিত দিক থেকে আসা অপর একটি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
|
|
|