Type to search

বাগেরহাটে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাতীয়

বাগেরহাটে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আবু হানিফ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়।পরে সকালে শহরের সদর থানার মোড়ে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক সভাপতি এ টি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মোজ্জাফ্ফর রহমান আলম,যুগ্ন আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা,আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহম্মেদ মালেক, ডা: হাবিবুর রহমান,ওয়াহিদুল ইসলাম পল্টু,জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশীদ,সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা,জেলা তাতী দলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান,চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক বিশ^াস টুলু,সাধারন সম্পাদক আহসান হাবিব ঠান্ডা,মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল আয়ালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দলীয় নেতবৃৃন্দ।বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন আদর্শবান রাজনীতিবিদ।তার আদর্শে গড়া জাতীয়তাবাদী দল কখনোই কারো সাথে মাথা নতো করেনি।বর্তমান সরকার প্রতিটি নেতাকর্মী নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে।যতই অত্যাচার নির্যাতন করুক না কেন বর্তমান সরকারের সময় ফুরিয়ে এসেছে। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় মানুষ শান্তিতে বসবাস করে।

Tags: