Type to search

বাগেরহাটের সাংস্কৃতিক অঙ্গনের কন্ঠ শিল্পী সুকদেব এর মৃত্যুতে শোক

জাতীয়

বাগেরহাটের সাংস্কৃতিক অঙ্গনের কন্ঠ শিল্পী সুকদেব এর মৃত্যুতে শোক

আবু হানিফ, বাগেরহাট অফিসঃ বাগেরহাটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব কন্ঠ শিল্পি সুকদেব রায় (৫০) বুধবার ১২টায় খুলনা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন।তার বিদেহী আত্বার শান্তি কামনা করে ও শোক সমাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন,বাগেরহাট জেলা পুজা উদযাপন পরিষদ এর সভাপতি বাবু অমিত রায়,সাধারন সম্পাদক বাবু অবনীষ চক্রবর্তী সোনা,জেলা হিন্দু বৈদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি শীব প্রসাদ ঘোষ,সাধারন সম্পাদক এ্যাড: মিলন কুমার ব্যানার্জী,জেলা পুজা উদযাপন পরিষদ এর নেতা বিশ্ব নাথ গৌতম বাবু,অম্বরীশ রায়, বাবুল সরদার,মধু সুদন দাম,স্বপন দাস,সুশান্ত কোটাল,স্বপন বিশ্বাস,বিজয় চক্রবর্তী,রাম দাস,পার্থ দেব সাহা,সুযষ কান্তি মন্ডল,দেবাশীষ পাল,বাবু জয়দেব ঘোষ,ঝিমি মন্ডল,সুনয়না রায়,কাবেরী হালদার,পুরবী সমাদ্দার,বাবু প্রদিপ বসু সন্তু,পারিজাত পাল,গোবিন্দ্র হালদার,সুমন দাস,বাবু মোহন হালদার,নিবাস বিশ্বাস,এ্যাড: জগৎ জীবন বসু,এ্যাড: অরবিন্দু সাহা,বাবু শৈলেন্দ্র নাথ মন্ডল প্রমুখ। আত্বার শান্তি কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।

Tags: