Type to search

বাগেরহাটের মোড়েলগঞ্জে ছুরিকাঘাতে কৃষক খুন

জাতীয়

বাগেরহাটের মোড়েলগঞ্জে ছুরিকাঘাতে কৃষক খুন

আবু হানিফ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে ছুরিকাঘাতে মফিজুল সরদার (৪৮) নামে এক কৃষক খুন হয়েছেন। বুধবার ১২মে সন্ধা ৭টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কিচমত গড়ঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মফিজুল একই গ্রামের জব্বার সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, মফিজুল সরদার তাদের বাড়ির অদূরে মুন্সিবাড়ি জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হওয়া মাত্রই গলায় ছুড়ি ঢুকিয়ে দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

নিহতের ভাই তাইজুল ইসলাম সরদার বলেন, পূর্বশত্রূতার জের ধরেই পরিকল্পিতভাবে তার ভাই মফিজুলকে হত্যা করা হয়েছে।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, রামচন্দ্রপুর ইউনিয়নের কিচমত গড়ঘাটা গ্রামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এমন খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tags: