Type to search

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের পদযাত্রায় হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করে

যশোর

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের পদযাত্রায় হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করে

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের পদযাত্রায় হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে সংগঠনের যশোর জেলা কমিটির এক প্রতিনিধি দল আজ ১৯ জুলাই দুপুর ১ টায় জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করে। স্মারক লিপি গ্রহন করেন জেলা প্রশাসক জনাব তমিজুল হক খান। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কমরেড তসলিম উর রহমান, কমরেড প্রফেসর ইসরারুল হক, কমরেড জিল্লুর রহমান ভিটু, যুবনেতা শেখ আলাউদ্দিন প্রমুখ।
আগামী কাল ২০ জুলাই দুপুর ১২-৩০ এ পুলিশ সুপারের নিকট একই দাবিতে স্মারকলিপি প্রদান করা হবে।

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ
যশোর জেলা কমিটি
নীল রতন ধর রোড, যশোর
তাং – ১৯/৭/২৩
বরাবর
জেলা প্রশাসক
যশোর
বিষয়ঃ দলীয় কর্মসূচি তে সশস্ত্র হামলার বিচারের দাবিতে স্মারক লিপি
জনাব
শুভেচ্ছা। আমাদের পার্টির উদ্যোগে বিভিন্ন দাবিতে ১১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত দেশব্যাপী ৪ টি রুটে পদযাত্রা চলছে। খুলনা মেহেরপুর রুটের পদযাত্রা ১৩ জুলাই খুলনার পিকচার প্লেস থেকে শুরু হয়। খুলনা নিউমার্কেট, খালিশপুর, বরুনা, কেশবপুর, মনিরামপুর, মশিহাটি, সুন্দলী হয়ে ১৭ জুলাই ২৩ নোয়াপাড়া বাজারে উপস্থিত হয় পদযাত্রা। দুপুর ১২ টায় পদযাত্রা নোয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে বেঙ্গল টেক্সটাইল মিলের গেটের নিকট রেলগেটের সামনে সমাবেশ করে কর্মসূচি শেষ করে। আনুমানিক সাড়ে ১২ টার দিক নেতাকর্মীরা পরবর্তী গন্তব্যের জন্য প্রস্ততি নেওয়া সময় হঠাৎ রড হাতে ৩ টি মটর বাইক পর পরই আরো ৩/৪ টি মটর সাইকেল নেতা কর্মি দের উপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, ও মারতে উদ্যত হয়। ইতিমধ্যে একটি জীবে করে রবিন অধিকারি ব্যেচার নেতৃত্বে আসা ৩০/৪০জন যুবক সট গান, আগ্নেয়অস্ত্র রড, উইকেট ও ধারাল অস্ত্র হাতে বেআইনি ভাবে সংগঠিত হয়ে আমাদের ঘিরে ধরে হামলা চালায় । গাড়ি থেকে ব্যানার, মাইক, লিফলেট নামিয়ে নেয়। ব্যনার ছিরে ফেলে, লিফলেটে আগুন দেয়। নেতাকর্মীদের নিকট থেকে মোবাইল ছিনিয়ে নেয়। গাড়ির গ্লাস ভেঙে দেয়। রড দিয়ে নেতাকর্মীদের মারধোর করে। সাধন বিশ্বাস, পলাশ বিশ্বাস সহ ৫/৬ জন নেতাকর্মী আহত হয়। এবং আমাদের শীর্ষ নেতৃত্বের সাথেও চরম দুর্ব্যবহার করে।
আমরা এই ঘটনার সাথে যুক্ত দোষীদের আটক ও বিচার এবং গনতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছি ।
বিনীত
তসলিম উর রহমান
সম্পাদক
জেলা কমিটি