বন্দর মিশুক অটোবাইক চালকেরা বন্দর উপজেলা পরিষদ ঘেরাও করেন
এমএন এ আজাদঃ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ২৬ আগষ্ট সকাল ১১ ঘটিকায় বন্দর থানা মিশুক অটোবাইক মালিক ও চালকগন বন্দর উপজেলা পরিষদ ঘেরাও করেন। তারা বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার এর সাথে সাক্ষাৎ করে বলেন, আমরা বন্দর থানাধীন প্রায় পাঁচশত মিশুক অটোবাইক শ্রমিকেরা এই মিশুক বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকি। এটি চালিয়ে আমরা পরিবার পরিজন নিয়ে সংসার চালাই ছেলে মেয়েদের লেখাপড়া করাই, এখন আমাদের পেঁটে লাথি মারা হচ্ছে। অটোবাইক গুলো বন্দর থানার বিভিন্ন জায়গার যাতায়াত করলেও নানা জায়গা থেকে যাত্রী নিয়ে বন্দর খেয়া ঘাটে যেতে পারিনা। গত কয়েকদিন যাবত বন্দর খেয়া ঘাটে গেলে কিছু লোক ওখানে আসতে নিষেধ করে এবং মিশুক বাইক গুলোকে আটকিয়ে রাখে, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধরও করে। আমরা এ থেকে পরিত্রাণ চাই। আমাদের বাঁচান। নয়তো আমাদের পরিবার পরিজন নিয়ে রাস্তায় নামতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শুক্লা সরকার, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভুইয়া ও মদনগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ আজগর হোসেন তাদের কথা মনোযোগ সহকারে শোনেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার তাদের আশ্বস্থ্য করে বলেন, আমি ওনাদের সাথে কথা বলে আপনাদের জানাবো, আপনারা বাইক বন্ধ না করে আমাদের ৯ টি ওয়ার্ড আছে, সেখানে চালান সংসার থামিয়ে রাখা যাবেনা।আমি অবশ্যই দেখবো। এরপর আন্দোলনরত মিশুক চালকগন মিছিল সহকারে ফরাজীকান্দা রেল লাইনে জরো হয়। এ সময় উপস্থিত ছিলেন, হাজী মহিউদ্দিন, চঞ্চল মাহমুদ, মাসুদ আলম, জসিম উদ্দিন, সেলিম মিয়া, রাজিব, ফয়সাল, তমিজউদ্দিন প্রমুখ।