Type to search

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর বিভাগীয় খেলার দ্বিতীয় ম্যাচেও যশোরের জয়  

খেলাধুলা

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর বিভাগীয় খেলার দ্বিতীয় ম্যাচেও যশোরের জয়  

নওয়াপাড়া অফিস
আন্ত: প্রাথমিক স্কুল পর্যায়ে চলমান বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণমেন্ট এর বিভাগীয় খেলায় দ্বিতীয় ম্যাচেও যশোরের জয়লাভ। বিভাগের চ্যাম্পিয়ান দল নির্বাচনের লক্ষে জেলা পর্যায়ের চ্যাম্পিয়ান দলের দ্বিতীয় ম্যাচ খেলা সোমরার বেলা ১১টায় খুলনা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে যশোরের বিজয়ী দল অভয়নগর উপজেলার ধোপাদী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম খুলনা জেলার বিজয়ী কয়রা উপজেলা দল। খেলায় টাইব্রেকারে যশোর জেলা দল খুলনা জেলাকে ৪-১ গোলে পরজিত করে। খেলা শেষে বিজয়ী দল নওয়াপাড়ায় পৌছালে জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ তাদের সংবর্ধনা জানান।