
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। রবিবার বেলা ১২ টার দিকে প্রেসক্লাব চত্তরে শিক্ষক সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমিতির জেলা শাখার সভাপতি কাশীনাথ সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ইস্কান্দার মির্জা, সাংগঠনিক সম্পাদক আরশেদ আলী, সদর উপজেলা শাখার দীনবন্ধু রায়, সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সূত্র, DBC বাংলা