Type to search

ফ্রান্সের একটি গ্রামে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ নিহত

আন্তর্জাতিক

ফ্রান্সের একটি গ্রামে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ নিহত

বুধবার সকালে ফ্রান্সের সেন্ট-জাস্ট গ্রামে পারিবারিক সহিংসতার ঘটনায় পুলিশের কাছে সহায়তা চেয়ে ফোন করে এক নারী। ফোন পেয়ে পুলিশ সদস্যরা ওই এলাকায় গেলে এক ব্যক্তি তাদের ওপর গুলি ছোড়ে। এতে এক পুলিশ নিহত ও একজন আহত হয়।

বন্দুকধারী পরে ওই বাসায় আগুন ধরিয়ে দিলে এতে আরো দুই পুলিশ সদস্য মারা যায়। ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করা হয়েছে। ৪৮ বছর বয়সী ওই হামলাকারীকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

সূত্র, DBC বাংলা