Type to search

ফেসবুকে করোনা বিষয়ে বিভ্রান্তিমুলক পোষ্ট দেওয়ায় যশোরে র‌্যাবের অভিযানে একজন গ্রেফতার

যশোর

ফেসবুকে করোনা বিষয়ে বিভ্রান্তিমুলক পোষ্ট দেওয়ায় যশোরে র‌্যাবের অভিযানে একজন গ্রেফতার

প্রেসবার্তা- যশোরে বাঘারপাড়া উপজেলার নারকেল বাড়িয়ায় র‌্যাবের অভিযানে ফেসবুকে করোনা বিষয়ে বিভ্রান্তি মুলক পোষ্ট দেওয়ায় সাইবার ক্রাইম অপরাধের দায়ে ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে নূরুজ্জামান (৩৫ কে আজ শুক্রবার দুপুরে গ্রেফতার করে। র‌্যাবের এক প্রেসবার্তায় জানা গেছে, র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার বাঘারপাড়া থানাধীন নারিকেল বাড়ীয়া মোল্লাপাড়া সাকিনস্থ মৃত খলিলুর রহমান এর উত্তর ভিটার পশ্চিম দক্ষিণ দুয়ারী হাফ বিল্ডিং ঘরের মধ্যে অভিযান পরিচালনা করে করোনা ভাইরাস ও সরকারী কার্যক্রম নিয়ে বিভ্রান্তিমূলক পোষ্ট ফেইসবুক পেইজের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক ও বর্তমান স্বাস্থ্যমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সমালোচনা পূর্বক সরকারের ভাব মূর্তি ক্ষুন্ন ও জনগনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির প্রচেষ্টা তথ্য প্রচার করায় আসামী ১। মোঃ নূরুজ্জামান (৩৫), পিতা-মৃত খলিলুর রহমান, সাং-নারিকেলবাড়ীয়া, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর’কে তাহার ব্যবহৃত (ক) ০১ (এক) মোবাইল সেট , (খ) মোবাইল স্ক্রীনশট-১৩ (তের) পাতা, (গ) সীম কার্ড-০২ টি, (ঘ) মেমোরী কার্ড-০১ টি সহ গ্রেফতার করে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫(২), ২৯(১), ৩১(২) ধারায় যশোর জেলার বাঘারপাড়া থানায় মামলা প্রক্রিয়াধীন ।