ফুলতলায় ট্রাক শ্রমিক ইউনিয়ন এর ট্রাক উল্টে খাদে
ফুলতলা প্রতিনিধি; বুধবার বিকাল ৩:টায় ফুলতলা বাজার সংলগ্ন সিকির হাট রোডে রি-ইউনিয়ন মডেল স্কুল এন্ড কলেজ, ফুলতলা এর সামনে রাস্তার উপর দুইটি ট্রাক পাশাপাশি ক্রসিং করতে গিয়ে খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের পিরোজপুর ট- ১১-৩৩৩৯ নম্বর ট্রাকটি পার্শ্ববর্তী খাদে উল্টে পড়েছে। খাদে উল্টে পড়া ট্রাকটির চালক মোঃ লাভলু শেখ ও সহকারি মোঃ বাবু সহ অন্য কারো কোন প্রকার ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। উক্ত ট্রাকটির চালকের সাথে কথা বলে জানা যায় ট্রাকটি ৪০০ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি ওজন) বুটের ডাল নিয়ে শেখ ব্রাদার্স এর অটো রাইস এবং ডাল মিলে যাওয়ার সময় পথিমধ্যে ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় ৪০০ বস্তা বুটের ডাল উদ্ধার করে অন্য গাড়িতে করে অটো রাইস মিলের পাঠানোর ব্যবস্থা করেছে ট্রাক মালিক কর্তৃপক্ষ। তবে বেশ কিছু বস্তা ছিড়ে ও ভিজে যাওয়ার কারনে ট্রাক কর্তৃপক্ষ ধারণা করছেন তাদের এই মালামাল এর ক্ষতিপূরণ ও ট্রাক খাদ থেকে উঠাতে আনুমানিক ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। এই মুহূর্তে ট্রাক টিক খাদ থেকে উঠানোর জন্য ট্রাক কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছেন।