Type to search

প্লাজমা দিতে ঢাকার পথে বগুড়ার ৪০ পুলিশ সদস্য

জাতীয়

প্লাজমা দিতে ঢাকার পথে বগুড়ার ৪০ পুলিশ সদস্য

অনলাইন ডেস্কঃ  বগুড়ায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৪৯ জন পুলিশ সদস্য, তাদের মধ্যে ১৪২ জন সুস্থ হয়েছেন।

করোনো রোগীদের চিকিৎসার জন্য প্লাজমা দিতে বগুড়া থেকে ঢাকার পথে রওনা হয়েছেন জেলা পুলিশের করোনাজয়ী ৪০ সদস্য। রবিবার দুপুরে, তারা বগুড়া পুলিশ লাইন্স থেকে ঢাকার উদ্দেশ্যে  রওনা দেন। সোমবার জেলা পুলিশের আরো ১৯ সদস্য প্লাজমা  দিতে ঢাকা যাবেন।

রবিবার সকালে, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা প্লাজমা দিতে যাওয়া করোনাজয়ী পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী  জানান, বগুড়ায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৪৯ জন পুলিশ সদস্য। তাদের মধ্যে ১৪২ জন সুস্থ হয়েছেন। সুস্থ পুলিশ সদস্যদের মধ্যে এন্টিবডি পরীক্ষার পর প্লাজমা দেয়ার জন্য মনোনীত হয়েছেন ৫৯ জন। তারা সবাই ঢাকায় গিয়ে প্লাজমা দেবেন করোনা আক্রান্ত রোগীদের সুস্থতার জন্য।

তিনি আরো জানান, ৫৯ জনের মধ্যে রবিবার ৪০ জন পুলিশ সদস্য ঢাকার পথে রওনা হয়েছেন। তাদের মধ্যে একজন পরিদর্শক, ১২ জন উপ-পরিদর্শক, ৮ জন সহকারী উপ-পরিদর্শক এবং ১৯ জন কন্সটেবল রয়েছেন। সোমবার সকালে বাকি ১৯ জন পুলিশ সদস্যও ঢাকায় যাবেন প্লাজমা দিতে।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *