আহত কিশোরী এখন রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, সোমবার রাত নয়টার দিকে গৃহপালিত খরগোশকে খাবার দিতে ঘর থেকে বের হয় ওই কিশোরী। এসময় তাকে একা পেয়ে প্রেমের প্রস্তাব দেয় সজীব শেখ। এতে রাজি না হলে সজীব এই কিশোরীকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারে এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এসময় কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন এলে সজীব পালিয়ে যায়।
এঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে রাজৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।