Type to search

পেঁয়াজের বাজার স্থিতিশীল এবং অবৈধ মজুদ ঠেকাতে নাটোরে বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসক

অন্যান্য

পেঁয়াজের বাজার স্থিতিশীল এবং অবৈধ মজুদ ঠেকাতে নাটোরে বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসক

নাটোর প্রতিনিধি: পেঁয়াজের বাজার স্থিতিশীল এবং অবৈধ মজুদ ঠেকাতে নাটোরে বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসক মো: শাহরিয়াজ। বৃহস্পতিবার সকালে নাটোর শহরের স্টেশনবাজার এবং নিচাবাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক মো: শাহরিয়াজ। এসময় ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেন তারা যাতে পেঁয়াজের দাম বৃদ্ধি না করেন। জেলা প্রশাসক শাহরিয়াজ বলেন নাটোরে ৬৮ হাজার মেট্রিক টন পেঁয়াজ মজুদ রয়েছে পেঁয়াজের কোন সংকট নেই। তাই অযথা দাম বাড়িয়ে জনগণের ভোগান্তি তৈরি করবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নাটোরের বাজার গুলো ঘুরে দেখা যায়, দেশি পিঁয়াজের খুচরা বাজার মূল্য ৮০ টাকা থেকে ৯০ টাকা। আর আমদানি করা পিঁয়াজের দাম ৬০ টাকা।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিতি ছিলেন।

Tags: