পুরো বিশ্ব গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে পুরো বিশ্ব গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, এ সময়ে জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বৈশ্বিক পরিস্থিতিতে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে মানুষের কষ্ট হচ্ছে। কিন্তু বিশ্ববৈরি পরিস্থিতিকে পুঁজি করে সহিংস রাজনৈতিক পন্থা বেছে নেওয়া হলে তা কঠোরভাবে দমন করা হবে। যারা বাংলাদেশের অগ্রগতির পথ রোধ করতে ষড়যন্ত্র চালাচ্ছে তারা কখনো সফল হবে না।