Type to search

পীরগঞ্জে হামলা: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরও ১১

জেলার সংবাদ

পীরগঞ্জে হামলা: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরও ১১

রংপুরের পীরগঞ্জে জেলেপল্লিতে সাম্প্রদায়িক সহিংসতার মামলায় ২৪ ঘণ্টায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত ৫৩ জনকে গ্রেপ্তার করা হলো।

রংপুরের জেলা প্রশাসক আসিফ আহসান জানান, গেল রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ১১ জনের মধ্যে দিনাজপুরের নবাবগঞ্জের দুইজন রয়েছেন।

এদিকে সোমবার জয়পুরহাট থেকে গ্রেপ্তার ফেসবুকে পোস্টকারী পরিতোষ সরকার ১৬৪ ধরায় আদালতে জবানবন্দি দিয়েছেন। আর গ্রেপ্তার ৫৩ জনের মধ্যে ৩০ জনকে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে। এ ঘটনায় বাদী হয়ে দুটি মামলা করেছে পুলিশ। একটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযুক্ত পরিতোষ সরকারের বিরুদ্ধে, অপরটি হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় প্যানাল কোডে।

এদিকে জেলেপল্লিতে হামলার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  এছাড়া, ঘটনাস্থলে ভুক্তভোগীদের সহায়তা ক্যাম্প করেছে বাংলাদেশ রেডিক্রিসেন্ট সোসাইটি।সূত্র,ডিবিসি নিউজ