পিরোজপুরে ড্রেন থেকে মৃতদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর শহরের হাসপাতাল সড়কের পাশের একটি ড্রেন থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির (৫০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ড্রেন পরিষ্কার করতে গিয়ে মৃহদেহটি ভাসতে দেখে পিরোজপুর পৌরসভার এক পচ্ছিন্নতাকর্মী। খবর পেয়ে পিরোজপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃহদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি পিরোজপুর শহরে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াত বলে জানিয়েছে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায় নি।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় ওই ব্যক্তি ড্রেনের মধ্যে পড়ে গিয়ে মারা গেছেন। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। তবে তার মৃত্যুর বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।