Type to search

পদ্মাসেতু উদ্বোধনকে ঘিরে যশোরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে

যশোর

পদ্মাসেতু উদ্বোধনকে ঘিরে যশোরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে

আগামী ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধনী দিনে যশোরে থাকবে নানা আয়োজন। সকাল ৯টার মধ্যে সকলকে টাউন হল মাঠে উপস্থিত হতে হবে। সেখানে ভিডিও কনফারেন্সের প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত হতে হবে। সেটা উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সারাদিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা করার জন্য বিদ্যুৎ বিভাগকে বলা হয়। সবাই সতর্কতার সাথে উদ্বোধনী অনুষ্ঠানে থাকার আহবান জানানো হয়। বিকেলে হবে সাংস্কৃতিক অনুষ্ঠানে।

যশোর জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার কালেক্টরেট সভা কক্ষে অনুষ্ঠিত পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতিমূলক সভায় এসব বিষয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেছেন পদ্মাসেতুর উদ্বোধন অনুষ্ঠানের জন্য টাউন হল মাঠ প্রস্তুত রাখা হবে। সেখানে সকলকে সকাল ৯টার মধ্যে উপস্থিত থাকতে হবে। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত হতে হবে। শিক্ষক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠান অনুসরণ করবো। তবে আমরা আমাদের মতো সাজসজ্জা ও অনুষ্ঠান করবো। এরপর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এজন্য টাউন হল মাঠ আলোকসজ্জা করা হবে। সেই সাথে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে। অনুষ্ঠানকে ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর বলেছেন পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানের দিন কেউ যেন অশান্তিমূলক ঘটনা ঘটাতে না পারে এজন্য বিশেষ অভিযান চলছে। এ অভিযান আরো জোরদার করা হবে। এর পাশাপাশি সবাইকে সতর্ক থাকতে হবে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস বলেছেন, পদ্মাসেতু উদ্বোধনী দিনের সন্ধ্যায় যশোরে ৫০জন শিল্পী পদ্মাসেতু নিয়ে গান করবে।

এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের প্রশাসক সাইফুজ্জামান পিকুল, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ উজ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ, সহকারী কমিশনার ভূমি এসএম মিকাইল ইসলাম, বিদ্যুৎ বিতরণ বিভাগ-এর নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রফিকুল হাসান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক একরাম উদ দ্দৌলা, বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, আফজাল হোসেন দোদুল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন অর রশীদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুলসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা।