Type to search

পত্নীতলায় ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত

লাইফস্টাইল

পত্নীতলায় ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত

 

মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁয় পত্নীতলায় নানা কর্মস‚চির মধ্য দিয়ে পালিত হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসীদের) ধর্মীয় প্রধান অনুষ্ঠান ঐতিহ্যবাহী কারাম উৎসব।

বংশ পরম্পরায় যুগ যুগ ধরে প্রতি বছর উত্তরের সমতল ভ‚মির আদিবাসীরা এই কারাম উৎসব পালন করে। পত্নীতলা উপজেলার আদিবাসী নেতৃবৃন্দের উদ্যোগে ঐতিহাসিক কারাম উৎসব ও আদিবাসী সাংস্কৃতিক মিলন মেলা উদ্যাপন কমিটির আয়োজনে শুক্রবার সন্ধ্যা থেকে শুরু করে শনিবার রাত অবধি উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (নজিপুর পাবলিক মাঠে) ঐতিহাসিক কারাম উৎসব ও আদিবাসী সাংস্কৃতিক মিলন মেলার আয়োজন করা হয়। এসম উপজেলার বিভিন্ন এলাকা সহ জেলা ও জেলার বাহির থেকে আগত আদিবাসী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন উৎসবে যোগ দিয়ে তাদের নিজেদের ভাষা সাংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরেন।

“আমাদের সংস্কৃতি, আমাদের পরিচিতি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঐতিহাসিক কারাম উৎসব ও আদিবাসী সাংস্কৃতিক মিলন মেলা উদ্যাপন কমিটির সভাপতি জতিন টপ্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কারাম উৎসব ও আদিবাসী সাংস্কৃতিক মিলন মেলায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ৪৭ নওগাঁ-২ এর সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার।

এতে বিভিন্ন স্থান থেকে আসা ক্ষুদ্র জাতিসত্তার সম্প্রদায়ের সাংস্কৃতিক সংগঠন গুলোর প্রায় ৭০ টি দল নাচ গান পরিবেশন করে নিজস্ব কৃষ্টি কালচার তুলে ধরেন। এসময় প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ আদিবাসী সাংস্কৃতির বিভন্ন স্টল পরিদর্শন ও নাচ গান উপভোগ করেন।

মৌ টুডু ও ডলি সরেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফফার, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল করিম চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ, উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, পত্নীতলা কৃষ্ণবল্লভ ধর্মপল্লী পাল-পুরোহিত ফাদার পাত্রাস হাঁসদা, পতœীতলা চাঁদপুকুর ধর্মপল্লী সহকারী পাল-পুরোহিত ফাদার সুবল কুজুর, এসোসিয়েট ডাইরেক্টর প্রোগ্রাম এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ পিন্টু এলবার্ট পিরিছ, কারিতাস রাজশাহী অঞ্চলের ডিএম দিপক এককা, সাঃসম্পাদক (বড়দা) বৈদ্যনাথ টপ্য, আদিবাসী নেতা নরেন পাহান, সুধির তির্কী, পরেশ টুডু, যোশেফ হেম্ব্রম, সুজিত পাহান, বিশ্বনাথ, লুইস সরেন ঐতিহাসিক কারাম উৎসব ও আদিবাসী সাংস্কৃতিক মিলন মেলা উদ্যাপন কমিটির সাঃসম্পাদক মিঃ ইগ্রেসিউশ (আনন্দ), পতœীতলা কারিতাস ম্যানেজার হোসন্না হাঁসদা, এস.আই.এল এরিয়া ম্যানেজার পত্নীতলা রিন্টু মার্ডী সহ উপজেলা ও জেলা পর্যায়ের আদিবাসী নেতৃবৃন্দ প্রম‚খ