পত্নীতলায় উঠান বৈঠক অনুষ্ঠিত

মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
পত্নীতলায় জাতীয় মহিলা সংস্থার আয়োজনে সংস্থাটির উপজেলা কার্যালয়ে বুধবার এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা পত্নীতলায় আমিনুল হক। এসময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা পত্নীতলা ট্রেনিং প্রোগ্রামের সদস্যবৃন্দ, সুধীজন প্রমুখ।