Type to search

নড়াইল পৌর নির্বাচন থেকে সরে গেলেন আলম

নড়াইল

নড়াইল পৌর নির্বাচন থেকে সরে গেলেন আলম

 

অপরাজেয় বাংলা ডেক্স

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তুজার প্রতি সম্মান দেখিয়ে নড়াইল পৌরসভার নির্বাচন থেকে সরে গেলেন স্বতন্ত্র প্রার্থী সরদার আলমগীর হোসেন।

সোমবার (২৪ জানুয়ারি) বেলা ১২টায় শহরের বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। একইসাথে আওয়ামী লীগ মনোনীত প্রার্তী আনজুমান আরা সিদ্দিকীকে সমর্থন দেয়ার ঘোষণা দেন।
স্বতন্ত্র প্রার্থী সরদার আলমগীর হোসেন বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা বাবুল সাহা, কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক কমিটির সদস্য ও জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল মোস্ত, জেলা যুব মহিলা লীগের নেত্রী সঞ্চিতা হক রিক্তা, যুগলীগ নেতা সালাউদ্দিন নান্না, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, ছাত্রলীগের সাবেক সভাপতি নিলয় রায় বাধনসহ আওয়মী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
সরদার আলমগীর হোসেন (আলম) সংবাদ সম্মেলনে বলেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তুজার সম্মানে ও জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে আমি নিজে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম এবং সকলকে নৌকা প্রতীকের কাজ করার আহবান জানাচ্ছি।
তিনি আরো বলেন, দলীয চুড়ান্ত সিদ্ধান্ত মেনে নিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করা আওয়ামী লীগের রাজনীতির সৌন্দর্য। মাশরাফী বিন মোর্ত্তজা এমপির নেতৃত্বে সমৃদ্ধ নড়াইল গড়ার এই পথচলায় রাজনীতির মাঠ হোক ঐক্যবদ্ধ, সৌহার্দপূর্ণ ও সুশৃঙ্খল।
আগামী ৩০ জানুয়ারি তৃতীয়ধাপে নড়াইল পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।সূত্র, সুবর্ণভূমি