নড়াইল পিঠা উৎসব॥ ২৫ ধরণের পিঠা দিয়ে আপ্যায়ন করা হলো অতিথিদের

নড়াইল প্রতিনিধি
চিতই, পাটিসাপটা, নকশি, ভাজা, দুধ চিতই, নারকেল পিঠা, রস চিতই, তাল পিঠাসহ ২৫ ধরণর পিঠা দিয়ে আপ্যায়িত করা হলো অতিথিদের। শুক্রবার (১৫ ডিসম্বর) শহরের ধোপাখালা এলাকায় সাংস্কৃতিক সংগঠন নদন কাননের উদ্যাগ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৪টি দলে বিভক্ত হয়ে ৪০জন মহিলা এ পিঠা উৎসবে অংশগ্রহন করেন।
সকাল ১০টায় অতিথিবৃন্দ মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানরে সুভ সূচনা করেন। পর এ উপলক্ষে নদন কাননের সভাপতি ডাঃ মায়া রাণীর সভাপতিত্বে এক আলাচনা সভায় বক্তব্য দেন প্রফেসর রবিউল ইসলাম, অ্যাডভাকেট আলমগীর সিদ্দিকী, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুন্ডু, জোটর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটু, লখক ও সাহিত্যিক সুবাস চদ্র বিশ্বাস প্রমুখ।
আলাচনার ফাঁকে ফাঁকে সংগঠনের শিল্পীরা নবান্নর গান গেয়ে শোনান দর্শক-শ্রাতাদের।
আয়াজকেরা বলেন, গ্রামীন বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে তাদের এ উদ্যোগ। আগামিতে ও এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান।