Type to search

নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক

জাতীয়

নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক

মির্জা মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধিঃ জেলা তথ্য অফিস, নড়াইল কর্তৃক ০৬ সেপ্টেম্বর ২০২০ তারিখে ‘গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় নড়াইল সদর উপজেলার দূর্বাজুড়ী গ্রামে ভিডিও কলের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে উন্মুক্ত বৈঠক আয়োজন করা হয়। উন্মুক্ত বৈঠকে ভিডিও কলে অতিথি বক্তা হিসেবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন জনাব হাসিনা আক্তার, উপপরিচালক (প্রচার), গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়। তিনি ক’রোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমাদের করণীয় সম্পর্কে বিশদ আলোচনা করেন। এছাড়া সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। বক্তারা করো”নার সময়ে শিশুদের পড়ালেখা শারী*রিক ও মান’সিক সুস্থতা এবং পরিবারের সক্রিয় ভূমিকার আলোচনা করেন। উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন জনাব মো: ইব্রাহিম-আল-মামুন, জেলা তথ্য অফিসার, নড়াইল। তিনি নড়াইলকে ক’রোনা মুক্ত রাখার এবং সাধারণ জীবনমান বজায় রাখার জন্য তৃণমূল জনগণের দায়িত্ব ও কর্তব্যের ব্যাপারে উপস্থিত সবাইকে সচেতন করেন। এছাড়া দেশের চলমান উন্নয়নের অগ্রগতি, মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি), জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকি, মাদক, জঙ্গীবাদ ও বাল্যবি’বাহ প্রতিরোধ বিষয়ে আলোচনা ও মতবিনিময়ের পাশাপাশি উপস্থিত জনগণের কাছে বর্তমান সরকারের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় সকলের সক্রিয় অংশগ্রহণ এবং দেশের সমৃদ্ধির জন্য সকলের সক্রিয় ভূমিকা কী হতে পারে সে বিষয়ে ও দেশের উন্নয়ন নিয়ে সরকারের ভাবনাগুলো উপস্থাপন করেন।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *