Type to search

নড়াইলে শিশু ধর্ষণের মেডিকেল রিপোর্ট পরিবর্তনের অভিযোগ

অন্যান্য

নড়াইলে শিশু ধর্ষণের মেডিকেল রিপোর্ট পরিবর্তনের অভিযোগ

মির্জা মাহামুদ রন্টু, জেলা প্রতিনিধি নড়াইল: নড়াইলের উজিরপুর এলাকায় চার বছরের শিশু ধর্ষণের ঘটনায় মেডিকেল রির্পোট পরিবর্তনের অভিযোগে উঠেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উজিরপুর এলাকাবাসীর আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন টিম তারুণ্য হানড্রেড’র সহযোগিতায় নড়াইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এই অভিযোগ করা হয়। এসময় সঠিক রির্পোট প্রনয়নের দাবি জানানো হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্বেচ্ছাসেবী সংগঠন টিম তারুণ্য হানড্রেড’র প্রতিষ্টাতা রাসেল বিল্লাহ, উজিরপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান খন্দকার প্রমুখ। এসময় বক্তারা বলেন, ঐ শিশুকে হাসপাতালে ভর্তির সময় কর্তব্যরত ডাক্তার অভিজ্ঞ মহিলা নার্চের সহযোগীতায় প্রাথমিক পরীক্ষা শেষে ধর্ষণের আলামত আছে বলে জানান। কিন্তু পরবর্তিতে তরিঘড়ি করে ধর্ষক অপু বিশ্বাসের বাবার অর্থের জোরে হাসপাতাল থেকে ধর্ষণের রির্পোট পরিবর্তন করে দেয়া হয়। অবিলম্ভে এ সঠিক রির্পোট না দেয়া হলে এ ব্যাপারে বৃহত্তর কর্মসুচি গ্রহণ করা হবে। জানাগেছে, গত ৩০ আগষ্ট রবিবার দুপুরে নড়াইল পৌরসভার উজিরপুরে প্রতিবেশি বখাটে অপু বিশ্বাস শিশুটিকে মোবাইল ফোনে ছবি দেখানোর প্রলোভনে বাড়ির পাশের নির্জন বাগানের ঝোপে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর শিশুটি বাড়ি ফিরলেও ভয়ে বিষয়টি কাউকে জানায়নি। রাতে ভাত খাওয়ার সময় মাকে ঘটনাটি জানায় সে। পরে খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন টিম তারুণ্য হানড্রেড’র সহযোগিতায় ঐ দিন রাত সাড়ে ১১টার দিকে নির্যাতিতাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই সাথে বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা হয়েছে।

Tags: