Type to search

নড়াইলে লাইসেন্স ছাড়াই চলছে ১৬ ডায়াগনস্টিক সেন্টার,অসাস্থ্যকর পরিবেশে চলছে পরিক্ষা

জাতীয়

নড়াইলে লাইসেন্স ছাড়াই চলছে ১৬ ডায়াগনস্টিক সেন্টার,অসাস্থ্যকর পরিবেশে চলছে পরিক্ষা

মির্জা মাহামুদ, নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলে শুধু অনলাইনে আবেদন করেই দায়িত্ব শেষ ডায়াগনস্টিক সেন্টার মালিকের। একটি ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতাল চালাতে যে সকল নীতিমালা অনুসরণ করা প্রয়োজন তার কিছুই মানা হচ্ছে। সরকারের অনুমোদনের তোয়াক্কা না করে যত্রতত্র গড়ে উঠেছে এ সব ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল ।লাইসেন্স না থাকায় মোটা অংকের রাজস্ব হতে বঞ্চিত হচ্ছে সরকার। এ দিকে রোগীদের নিকট হতে বিভিন্ন পরিক্ষার কথা বলে হাতিয়ে নিয়েছেন অনেক টাকা। বিভিন্ন পরিক্ষা যথাযত সংশ্লিষ্ট চিকিৎসক দ্বারা করার কথা থাকলে ও এক শ্রেণীর টেকনিশিয়ান দিয়ে বিভিন্ন রোগের পরিক্ষা করছে। এতে করে অনেক রোগী ভূল চিকিৎসার স্বীকার হচ্ছে। তথ্য অনুসন্ধানে জানা যায় , নোংরা ও অসাস্থকর পরিবেশে পরিচালিত হচ্ছে নড়াইলের লোহাগড়া উপজেলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।লাইসেন্স বিহীন এ ডায়াগনস্টিক সেন্টারে প্রতিনিয়ত রোগীরাা এসে চরম দূর্ভোগ পোয়াছেন।

লাহুড়িয়া হতে সদর হাসপাতাল দুরত্ব হওয়ার কারনে নিরুপায় হয়ে সেখানে গিয়ে পরিক্ষা করছে স্থানীয়রা। জেলা শহরের বিভিন্ন জায়গা অবস্থিত লাইসেন্স বিহীন বেসরকারী হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল ক্লিনিকের নামের ভিতর রয়েছে, লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, একই বাজারে আনিকা ওরফে আলিফা ডায়াগনস্টিক সেন্টার, নাসরিন ডেন্টাল কেয়ার, মা ডায়াগনস্টিক সেন্টার। কালিয়া উপজেলার রওশান আলী হাসপাতাল, একতা ডায়াগনস্টিক সেন্টার, রোকেয়া এক্স রে এন্ড ডায়াগনস্টিক সেন্টার, চিত্রাা ডায়াগনস্টিক সেন্টার, মধুমতী ডায়াগনস্টিক সেন্টার, রাসনা ডায়াগনস্টিক সেন্টার। নড়াইল সদরে রয়েছে শেখ এক্স রে , শরীফ আব্দুল হাকিম ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল পয়েন্ট, আনছার ডেন্টাল কেয়ার, লাহুড়িয়া বাজারের ডায়াগনস্টিক ব্যবসায়ী হায়দার আলী জানান, আমি আপনার সাথে দেখা করছি। আনিকা ডায়াগনস্টিক মালিক হাফিজুর রহমান জানান, লাইসেন্স করার জন্য অনলাইনে আবেদন করা হয়েছে। রাসনা ডায়গনস্টিক ব্যবসায়ী বলেন, বর্তমানে আমি এ ব্যবসা ছেড়ে দিয়েছি।

Tags: