নড়াইলে মির্জাপুর দাখিল মাদ্রাসার নির্বাচন সম্পন্ন

নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার মির্জাপুর হাজী বড়ি দাখিল মাদ্রাসা’র কার্যনির্বাহী পর্ষদ গঠনের লক্ষে অভিভাবক সদস্য’র নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। পূর্ব ঘোষিত তফশিল মোতাবেক বুধবার (৯/১১/২২) ছিলো নির্বাচনের দিন। ওই দিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে ৫ টি পদের বিপরীতে ৯জন প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে বিজয়ী হয়েছেন শেখ আজিম হোসেন(ফুটবল) ৪৮ ভোট,গাজী আনোয়ারুল ইসলাম(বই) ৪৭ ভোট,
হাসিবুর রহমান(চেয়ার)৪২ভোট, সংরক্ষিত মহিলা আসনের একটি পদে কাজল বেগম ৮৫ ভোট পেয়েছেন। এর আগে এবতেদায়ি শাখায় একটি পদে অন্য কোন প্রার্থী না থাকায় মুন্সি মেজবাউর রহমানকে বিজয়ী ঘোষনা করা হয়। মাদ্রাসায় মোট ভোটার সংখ্যা ২১৮ এর মধ্যে ১৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক অফিসার সুলতান মাহমুদ।