Type to search

নড়াইলে মধুমতি নদীতে নিখোঁজ রাজিব ভূঁইয়ার লাশ উদ্ধার

নড়াইল

নড়াইলে মধুমতি নদীতে নিখোঁজ রাজিব ভূঁইয়ার লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্র রাজিব
ভূঁইয়া (১৪) লাশ পাওয়া গেছে। শুক্রবার(২৬মে) ভোর ৫টার দিকে ঘটনাস্থলের
পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরআজমপুর এলাকায়
মধুমতীর তীর থেকে রাজিবের লাশ উদ্ধার করা হয়।
লোহাগড়া উপজেলার ৬নং জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজিব ভূঁইয়া স্থানীয় মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র এবং
৬ নং জয়পুর ইউনিয়নের ধানাইড় গ্রামের জুলহাস ভূঁইয়ার ছেলে।
চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন বলেন, ভোর ৫ টার দিকে ফরিদপুর জেলার
আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরআজমপুর এলাকায় মধুমতীর তীরে
রাজিবের লাশ ভাসতে দেখে চরআজমপুর এলাকার স্থানিয়রা। পরে তারা আমাকে
মুঠোফোনে বিষয়টি জানায়। আমি স্বজনদের খবর দিলে স্বজনরা গিয়ে লাশটি উদ্ধার
করে বাড়িতে নিয়ে আসে।
উল্লেখ্য, নড়াইলের লোহাগড়া উপজেলার ৬নং জয়পুর ইউনিয়নের পুরাতন ধানাইড়
গ্রামে বুধবার বেলা ৩টার দিকে মধুমতি নদীতে সাথে গোসল করতে যায় রাজিব ও
তার বন্ধুরা। এক পর্যায়ে এসে নদী সাঁতরে ওইপারে যাওয়ার সময় নদীতে ডুবে
নিখোঁজ হয় রাজিব ভূঁইয়া।
খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে খুলনা
ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে ওইদিন বিকেলে ঘণ্টাব্যাপী উদ্ধার
অভিযান চালায় ডুবুরি দলের সদস্যরা। পরের দিন আবারও দিনব্যাপী উদ্ধার
অভিযান চালিয়ে তার সন্ধান না পাওয়ায় উদ্ধার অভিযান শেষ করে ফায়ার
সার্ভিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *