নড়াইলে বোমা বিস্ফোরণে হাত বিচ্ছিন্ন শাহাজাদা এখন পুলিশ হেফাজতে চিকিৎসাধীন

উজ্জ্বল রায়, নড়াইল থেকে
নড়াইল লোহাগড়ায় বোমা বিস্ফোরণে এক যুবকের ডান হাতের কেনুই থেকে বিচ্ছিন্নর ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে,গ্রুতর আহত ব্যক্তীকে পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করা হয়েছে। , (৭নভেম্বর) রোববার রাত ৮ ঘটিকার সময় উপজেলার কুন্দশী চৌরাস্তা এলাকায় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা যায়,মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা জানান, মের আকবার হোসেন মোল্লার ছেলে শাহাজাদা মোল্লা (৩৮)।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম জানান,তার ডান হাতের কনুই থেকে হাড়-মাংস আলাদা হয়ে গেছে,শুধু চামড়ার সঙ্গে একটু ঝুলে আছে। দ্রুত অস্ত্রোপচার করে হাত ফেলে দিতে হবে। লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস রায় জানান, শাহাজাদা পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন এবং একটু সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করা হবে।