Type to search

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৪৯তম শাহাদা’ত বার্ষিকী পালিত

জাতীয়

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৪৯তম শাহাদা’ত বার্ষিকী পালিত

মির্জা মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধিঃ আজ ৫ সেপ্টেম্বর। স্বাধীনতা যু’দ্ধের বীর সে’নানী বীরশ্রেষ্ঠ ল্যা’ন্স না’য়েক নূর মোহাম্মদ শেখের ৪৯তম শাহাদা’ত বার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে যশোর জেলার গোয়ালহাটি গ্রামে পাকবাহি’নীর সাথে সম্মুখ যুদ্ধে তিনি শাহাদা’তবরণ করেন। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। আজ শনিবার মহান এই বীরের শাহা’দাত বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাষ্টের উদ্যোগে মাজার জিয়া’রত, কোরআন খানি, শহী’দের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, সশস্ত্র সালাম এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্মৃ’তিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নড়াইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন। এসময় পুলিশের একটি চৌক*ষ বাহিনী রাষ্ট্রীয় সম্মাননা গা’র্ড অব অনার প্রদান করেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে জেলা প্রশাসক আনজুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিজাজুল ইসলাম, সদর উপজেলা সহকারি কমিশনার ভূমি কৃষ্ণা রায়, নূর মোহাম্মদ শেখ ট্রাষ্টের সাধারণ সম্পাদক আজিজুর রহমান ভূইয়া, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছেলে মোঃ মোস্তফা কামাল, বীর মুক্তিযো’দ্ধা এ্যাডঃ এস এ মতিন, মুক্তিযো’দ্ধা সাইফুর রহমান হিলুসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

Tags: