নড়াইলে বর্নাঢ্য আয়োজনে যায়যায়দিনের ১৮তম বর্ষপূর্তি পালন

নড়াইল প্রতিনিধি
নড়াইলে বর্নাঢ্য আয়োজনে যায়যায়দিনের ১৮তম বর্ষপূর্তি পালন করা হয়েছে।
৬জুন মঙ্গলবার সকালে যায়য়ায়দিন ফ্রেন্ডস ফোরাম নড়াইলের আয়োজনে
প্রেসক্লাবের সামনে থেকে বর্নাঢ্য র্যালী নড়াইল শহর প্রদক্ষিণ করে
প্রেসক্লাব চত্তরে এসে শেষ হয়।
পরে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুর
সভাপতিত্বে ও যায়যায়দিনের নড়াইল প্রতিনিধি সাংবাদিক আল আমিন ও আসাদ
রহমানের সঞ্চালনায় র্বষপূর্তির আলোচনা প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা
প্রশাসক ( সার্বিক) মোঃ ফকরুল হাসান।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নড়াইলের পৌর মেয়র শিক্ষাবিদ আঞ্জুমান
আরা, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হায়দার আলী,অরিক্তি পুলিশ সুপার তারেক আল
মেহেদী, নড়াইল সরকারি কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী
আবুল বাশার আল মামুন,আব্দুল হাই ডিগ্রি (সিটি কলেজ)প্রভাষক মলয় কান্তি
নন্দি,লোহাগড়া সরকারী আদর্শ কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান
তারেক আলম, দৈনিক ওশানের সম্পাদক এডভোকেট আলমগীর সিদ্দিকী,ভারপ্রাপ্ত
সম্পাদক নারী নেত্রী গুলশান আরা,নড়াইল বার্তার সম্পাদক হাফিজুর
রহমান,নড়াইল নিউজ টুয়েন্টিফোরের সম্পাদক শরিফুল ইসলাম বাবলু,সিনিয়ির
সাংবাদিক ভক্ত সরকার,ক্রীড়া ব্যাত্তিত্ব ও সিনিয়ির সাংবাদিক কার্তিক দাস,
আরটিভির নড়াইল প্রতিনিধি সুজয় বকসী, যায়যায় দিন ফ্রেন্ডস ফোরাম এর নব
নির্বাচিত সদস্য সচীব ব্যবসায়ী শাহ্রিয়ার জামান শশী,যুগ্ম আহ্বায়ক সজল
আহম্মেদ শ্রাবণ,মোহনা টিভির নড়াইল প্রতিনিধি হাফিজুল নিলু,সাংবাদিক
লুৎফুল আলম সজল,স্বপ্নেখোঁজে ফাউন্ডেশনের সোহাগ ফরাজী,শাকিল
আহম্মেদ,ফারজানা, যায়যায় দিন ফ্রেন্ডস ফোরাম এর সদস্য রায়হানুল ইসলাম
সজীব,আজীম উদ্দিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন
,যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম এর সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ
উপস্থিত ছিলেন।