Type to search

নড়াইলে পুলিশ সুপারকে বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

আইন ও আদালত

নড়াইলে পুলিশ সুপারকে বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি
নড়াইলে নতুন পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানকে বরণ এবং বদলিকৃত পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে নড়াইল পুলিশ লাইনে এ উপলক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করে বিদায়ী পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান।

এসময় আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ দোলন মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার(কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার, জেলা পুলিশের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা(ডিআই-অন) মীর শরীফুল ইসলাম,লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসির উদ্দিন, টিআই কাজী হাসানুজ্জামান প্রমূখ।

এসময় জেলা পুলিশিরে বিভিন্ন ইউনিটের প্রধানগন উপস্থিত ছিলেন। এর আগে শনিবার নবাগত পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর পুলিশ পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুনকে চট্টগ্রামে বদলি করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *