Type to search

নড়াইলে পল্লী সমাজের মানববন্ধন অনুষ্ঠিত

জাতীয়

নড়াইলে পল্লী সমাজের মানববন্ধন অনুষ্ঠিত

মির্জা মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলার কেডিনগর গ্রামের আকলিমা খাতুন আখি অগ্নিদগ্ধ হয়ে নিহতের ঘটনা দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কমলাপুর পল্লী সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্টিত হয়। আধাঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে অগ্নিদগ্ধ হয়ে আখির মৃত্যুর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ফিল্ড অফিসার মোঃ বকুল আলী, কমলাপুর পল্লী সমাজের সভা প্রধান পুতুল রানী, সাধারণ সম্পাদক উন্নতি রানী, কোষাধ্যক্ষ তিথি রায় প্রমুখ। মানববন্ধনে সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

Tags: