Type to search

নড়াইলে তিন মাসে কোরআন শিখলেন ৭০ জন পঞ্চাশোর্ধ ব্যক্তি 

নড়াইল

নড়াইলে তিন মাসে কোরআন শিখলেন ৭০ জন পঞ্চাশোর্ধ ব্যক্তি 

নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলায় বিভিন্ন পেশার ৭০ জন বয়স্ক ব্যক্তিদের অংশগ্রহণে কোরআন শিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শহরের দুর্গাপুর এলাকায় জেলা মডেল মসজিদে এ কোরআন শিক্ষার সমাপনী অনুষ্ঠিত হয়।
‘অতি সহজে কোরআন শিক্ষা সোসাইটি’র আয়োজনে বয়স্ক ব্যক্তিদের বিজ্ঞানভিত্তিক তিন মাসের কোরআন শিক্ষার প্রশিক্ষক ছিলেন-হাফেজ মাওলানা কারি বুলবুল আহমেদ।
অতি সহজে কোরআন শিক্ষা সোসাইটি’র জেলা পরিচালক হাফেজ মাওলানা কারি বুলবুল আহমেদ বলেন, নড়াইল জেলা মডেল মসজিদ, ভওয়াখালী মাজু বিবি জামে মসজিদ এবং রুপগঞ্জ বাজার জামে মসজিদে এ কোরআন শিক্ষার আয়োজন করা হয়। এতে বিভিন্ন পেশার ৭০ জন অংশগ্রহণ করেন। শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়ার লক্ষ্যে আমাদের এ কার্যক্রম পরিচালিত হয়। তিন মাসের প্রশিক্ষণ মঙ্গলবার রাতে শেষ হয়েছে। পরবর্তীতেও বিভিন্ন মসজিদে এ কার্যক্রম অব্যাহত থাকবে। সমাপনী অনুষ্ঠানে দোয়া মাহফিল ও খাবারের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-শাহাবাদ মাজিদিয়া মহিলা দাখিল মাদরাসার সুপার জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব কে এম হাসমত উল্লাহ, জেলা মডেল মসজিদের সাধারণ সম্পাদক বিএম নজরুল ইসলাম, শিক্ষক আব্দুর রউফ, হেমায়েত হোসেন, সাজেদুল ইসলাম, লুৎফার রহমান, আজিজুর রহমান, গোলাম মোস্তফা মনা, হাসিবুল ইসলাম, এনায়েত হোসেন, জাহাঙ্গীর হোসেন, হাসিবুল কাজী, এলাহী সরদারসহ অনেকে।