Type to search

নড়াইলে গাছের চারা বিতরন

জাতীয়

নড়াইলে গাছের চারা বিতরন

নড়াইল প্রতিনিধি, মির্জা মাহামুদ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে দেওয়া উপহার বিভিন্ন গাছের চারা বিতরন করা হয়েছে। মঙ্গলবার নড়াইল জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সাধারন মানুষের মাঝে গাছের চারা বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু। সাবেক সংসদ সদস্য সাঈফ হাফিজুর রহমান খোকনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন পৌর কাউন্সিলর কাজী জহিরুল হক, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গাউসুল আযম মাসুম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারন সম্পাদক এস এম পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহারিয়ার মিম, সাধারন সম্পাদক রকিবুজ্জামান পলাশ প্রমূখ। এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

Tags: