Type to search

নড়াইলে এক সাবেক সেনা সদস্য হামলার শিকার

নড়াইল

নড়াইলে এক সাবেক সেনা সদস্য হামলার শিকার

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে এক সাবেক সেনা সদস্যকে কুপিয়ে যখম করেছে এলাকার সন্ত্রসীরা। ওহিদুজ্জামান নামে ঐ ব্যাক্তিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে তার প্রতিপক্ষরা হাত ভেঙ্গে দেয়া ছাড়াও কুপিয়ে যখম করে। শুক্রবার (১৭নভেম্বর) বিকেলে লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামে এ ঘটনার শিকার ওহিদুজ্জমান (৫৫)কে রাতে নড়াইল সদর হাসপাতালে ভর্তি উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে লোহাগড়া থানা পুলিশ। ভূক্তভোগীও পুলিশ জানায়, ৫২শতাংশ ফসলী জমির মালিকানা নিয়ে মাকড়াইল গ্রামের ওহিদুজ্জমানের সঙ্গে একই গ্রামের আজগর মোল্যার বিরোধ চলছিল। চলমান এই বিরোধের এক পর্যায়ে শুক্রবার(১৭নভেম্বর) বিকেলে ৪টার দিকে আজগর মোল্যা লোকজন নিয়ে বিরোধপূর্ণ ঐ জমি দখল করতে যায়। এসময় ওহিদুজ্জমান তাদের বাঁধা দিতে গেলে তিনি হামলার শিকার হন। ভূক্তভোগী ওহিদুজ্জমানের অভিযোগ, আজগর মোল্যার নেতৃত্বে দুর্বৃত্তরা হামলা চালিয়ে তার হাত ভেঙ্গে দেয়াসহ কুপিয়ে গুরুত্বর যথম করে ফেলে রেখে। এ অবস্থায় স্বজনরা ওহিদুজ্জমানকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আঘাত গুরুত্বর হওয়ায় উচ্চতর চিকিৎসার জন্য তাকে রাত ৮টার দিকে নড়াইল সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন।