নড়াইলে ইসকনের রথ নির্মাণে সাংবাদিক অশোক কুন্ডুর ১০হাজার টাকা অনুদান
নড়াইল প্রতিনিধি
নড়াইল ইসকনের জগন্নাথ দেবের রথ নির্মাণে সাংবাদিক অশোক কুন্ডু ১০হাজার
টাকা অনুদান ঘোষনা করেছেন।শহরের শ্রী শ্রী নিশিনাথ তলা মন্দিরে গতকাল
রোববার বিকেলে জগন্নাথ দেবের রথযাত্রার ৫ম দিনে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনায়
তিনি অনুদানের এ অর্থ দেয়ার ঘোষনা দেন।ইসকন নড়াইল জেলা সভাপতি গৌরাঙ্গ
দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগৎ
গুরু দয়াল গৌরাঙ্গ দাস। এ সময় ইসকন নড়াইলের সাধারন সম্পাদক শুভ প্রভুসহ
ইসকন ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,নড়াইলে ঢাকার জগন্নাথ দেবের রথের ন্যায়
নড়াইলেও রথ নির্মাণ করা হবে।নতুন এ রথ নির্মাণে হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান
কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নড়াইল হাটবাড়িয়া জমিদার বাড়ি
ডিসি পার্ক রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি সাংবাদিক অশোক কুন্ডু ১০ হাজার
টাকা অনুদান ঘোষনা করেন।