Type to search

নৌ শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আগামী ২৭ নভেম্বও থেকে দেশব্যাপী কর্মবিরতীর ডাক

অভয়নগর

নৌ শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আগামী ২৭ নভেম্বও থেকে দেশব্যাপী কর্মবিরতীর ডাক

নওয়াপাড়া অফিস
বেতন বৃদ্ধির দাবিতে ২৬ নভেম্বর দিবাগত রাত ১২টা ১মিনিট থেকে নৌ-যান শ্রমিকদের কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাপদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন। বৃহস্পতিবার বিকালে নওয়াপাড়ায় সংগঠনের কেন্দ্রীয় নেতা প্রয়াত দিদারুল হকের স্মরণ সভায় এ ঘোষণা দিলেন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি শ্রমিকনেতা শাহ্ আলম ভূঁইয়া।
অভয়নগরে প্রয়াত শ্রমিক নেতা দিদারুল হকের ৭ম মৃত্যু বার্ষি কী উপলক্ষে বৃহস্পতিবার বিকালে নওয়াপাড়া বাস স্টান্ডে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের উদ্যোগে নওয়াপাড়া পুরাতন বাস স্ট্যান্ডে বিকাল ৪টায় ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ জাহাজী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা বাহারুল ইসলাম (বাহার)এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি শ্রমিকনেতা শাহ্ আলম ভূঁইয়া।
এসময়া শাহ্ আলম ভূঁইয়া বলেন, আগামী ২৬ নভেম্বর দিবাগত রাত ১২টা ১মিনিট থেকে নৌ-যান শ্রমিক সংগ্রাম পরিষদের দেওয়া নৌ-সেক্টরের শ্রমিকদের নতুন মজুরী কাঠামো ঘোষণা, সর্বনিম্ন মূল মজুরী (২০,০০০/=) টাকা নির্ধারণ, নিয়োগপত্র-পরিচয়পত্র সার্ভিসবুক প্রদানসহ ১০ দফা দাবিতে অবিরাম কর্মবিরতি দেশব্যাপী সকল নৌ-বন্দরে পালন করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি কৃষকনেতা হাফিজুর রহমান ও ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি শ্রমিকনেতা নাজিউর রহমান নজরুল প্রমুখ।