Type to search

নোবেলের নতুন গানের এ্যালবাম শিঘ্রই বাজারে আসছে

বিনোদন

নোবেলের নতুন গানের এ্যালবাম শিঘ্রই বাজারে আসছে

নতুন গান নিয়ে আসছেন সারেগামাপা-খ্যাত সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। তাঁর নতুন মৌলিক গানের কাজ শুরু হয়ে গেছে। রেকর্ডিং চলছে। গানের মিউজিক করতে ভারত থেকে এসেছেন দুজন মিউজিশিয়ানস। তাই নোবেলের নতুন গান হতে যাচ্ছে ভারত ও বাংলাদেশের মিউজিশিয়ানদের এক দারুণ সম্মিলন।
সংগীতশিল্পী নোবেল বললেন, ‘আমি সারেগামাপার মাধ্যমে দুই বাংলার মানুষের ভালোবাসা পেয়েছি। তাই আমার নতুন গানে চেষ্টা করেছি দুই বাংলার মিউজিশিয়ানদের সম্মিলন। সবার সহযোগিতা নিয়েই আমি সামনের দিনগুলিতে চলতে চাই।’ তিনি জানান, খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে ‘সুনন্দা’ নামে একটি নতুন গান। এখানে বাংলাদেশের জাহিন রশীদ ও সাদমান মাতিস বাজিয়েছেন গিটার, কলকাতার বাচস্পতি চক্রবর্তী বাজিয়েছেন বেইজ এবং ফকিরা ব্রান্ডের সদস্য অভিরূপ দাস বান্টি বাজিয়েছেন ড্রামস।

তবে নোবেল জানালেন, গানের কাজ এখনো শেষ হয়নি। আরও কিছু চমক আছে |