নেত্রকোনায় শিলা বৃষ্টি, কৃষকের ব্যাপক ক্ষতি

প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি: গত কাল রাতের শিলা বৃষ্টিতে নেত্রকোনার কল্মাকান্দা ও বারহাট্টা উপজেলার কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে।
সরজমিনে উপজেলার বিভিন্ন বীল ঘুরে দেখা যায়,মাঠের পর মাঠের ধান নষ্ট হয়ে গিয়েছে।স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় গতকাল বৃহস্পতিবারের রাতের শীলা বৃষ্টিতে এ ক্ষতি হয়েছে।মাঠের পর পাঠ খেতের ধান নুয়ে পড়ে আছে পানিতে।
ধানের শুধু গাছ আছে শিষ নাই।
চরম হতাশায় দিন পার করছে কৃষকরা।
বাড়িতে চলছে আহাকার,কষ্টের ফসল চোখের সামনে নষ্ট হওয়াই নিজেকে বুঝাতে পারছে না কৃষক।
এ মত অবস্থাতে সরকারী ভাবে সহযোগীতার কথা বলছে কৃষক। বছর শেষে খাওয়ার ধান টুকু ঘরে তুলতে না পারলে কী দিয়ে চলবে সারা বছরের আহার।