Type to search

না ফেরার দেশে চলে গেলেন অধ্যক্ষ প্রকাশ বৈদ্য সৈকত

অভয়নগর

না ফেরার দেশে চলে গেলেন অধ্যক্ষ প্রকাশ বৈদ্য সৈকত

 

সৈয়দ আরাফাত হোসেন তাজ : আজ সোমবার আনুমানিক সকাল ৮:৪৫ ঘটিকায় সিকেডি ইউরোলজি হাসপাতাল শ্যামলীতে-৩ ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় অধ্যক্ষ প্রকাশ বৈদ্য সৈকত মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫৬ বৎসর। তিনি দীর্ঘদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি তার পরিবারে একটি ছেলে সন্তান রুদ্র (১৮), যে নওয়াপাড়া সরকারি কলেজে একাদশ শ্রেণীর ছাত্র এবং একটি মেয়ে সন্তান (২ বছর) ও তার সহধর্মিনী (যিনি বর্তমানে নওয়াপাড়া পৌরসভায় কর্মরত) দের কে রেখে গিয়েছেন। ব্যক্তি জীবনে তিনি অনেক সাদামাটা জীবন যাপন করতেন। শিক্ষক হিসাবে তিনি ছিলেন একজন দার্শনিক ও বিচক্ষণ এবং রোটারী ক্লাব অব নওয়াপাড়া কর্তৃক পরিচালিত রোটার‌্যাক্ট ক্লাব অব নওয়াপাড়ার অতীত সভাপতি ছিলেন এবং কম্পিউটার লিটল জুয়েলস্ স্কুলের সম্মানিত অধ্যক্ষ ছিলেন। তার এই মৃত্যুতে নওয়াপাড়াবাসী সহ শিক্ষক সমাজ গভীরভাবে শোকাহত। সকলে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে আজ বিকালে মরহুমের লাশ ঢাকা থেকে নওয়াপাড়াতে অ্যাম্বুলেন্সে করে আনা হবে। তার মৃত্যুতে নওয়াপাড়াবাসী একজন প্রগতিশীল, যোগ্য ও দক্ষ অভিভাবক এবং শিক্ষককে হারাল। সকলে সৃষ্টিকর্তার কাছে সকলে প্রত্যাশা করছেন তিনি যেন মরহুমের পরিবারকে তাঁর মৃত্যুর ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার সামর্থ দান করেন।