নারী সাংসদকে আপত্তিকর মন্তব্য করায় সংসদে সমালোচনার ঝড়
অপরাজেয় বাংলা ডেক্লো-লোকসভায় তিন তালাক বিল নিয়ে আলোচনা চলছিল। স্পিকারের আসনে বিজেপির বর্ষীয়ান সাংসদ রমা দেবী বসা ছিলেন। ঠিক তখন তার উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন সমাজবাদী পার্টির সাংসদ আজম খান। তিনি বলেন, ‘আপনাকে আমার খুব ভালো লাগে। ইচ্ছা হয়, আপনার চোখে চোখ রাখি।’
লোকসভার অধিবেশনে নারী সাংসদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তৎক্ষনাৎ সমালোচনার ঝড় ওঠে। তবে ঠিক তখনই আজম খান দাবি করেন, তিনি রমা দেবীকে তার ছোট বোনের মতো দেখেন।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সূত্রপাত হয় আজমের একটি উর্দু কবিতা পাঠ নিয়ে। সমাজ পার্টির এ সাংসদ বলেন,‘তু ইধার-উধার কি ন বাত করস, এ বতা কৈ এ কাফিলা কিঁউ লুটা?’ স্পিকারের চেয়ারে বসা রমা দেবী তখন বলেন, ‘আপনিও এদিকে তাকিয়ে কথা বলুন।’ তখনই আপত্তিকর ওই মন্তব্যটি করে বসেন আজম। সমালোচনায় মুখে আজম বলেন, ‘রাম দেবী আমার ছোট বোনের মতো। এমনটা বলতে চাইনি।’
কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়াল দাবি করেন, ‘আপত্তিকর শব্দ প্রত্যাহার করুন আজম খান। আর এক মন্ত্রী রবিশঙ্করপ্রসাদ মন্তব্য করেন, ‘আজম একজন নারীকে অপমান করেছেন। তাকে ক্ষমা চাইতে হবে।’
এদিকে আজমকে বাঁচাতে গিয়ে অখিলেশ যাদবও বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেন, ‘রমা দেবীকে অসম্মান করার ইচ্ছা ছিল না আজম খানের। কিন্তু এরা (শাসক দলের সাংসদ) একেবারে বদমাশ।’
স্পিকার ওম বিড়লা তখন বলেন, ‘সভার আলোচনা থেকে এই শব্দটা বাদ, ওটা বাদ দিন, এমনটা বলা সহজ। কিন্তু প্রকাশ্যে তো বলেই ফেলেছেন। সংসদের মর্যাদা বজায় রাখা উচিত সকলের।’
এর আগে বিজেপি প্রার্থী জয়াপ্রদাকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছিলেন আজম খান। গত লোকসভার নির্বাচনী প্রচারে তিনি বলেছিলেন, ‘জয়াপ্রদা খাকি অন্তর্বাস পরেন।’