Type to search

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৩২

অন্যান্য

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৩২

ডেস্ক রিপোর্টঃ নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৩২ জনের মৃত্যু হলো।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি  ইনস্টিটিউটের আইসিইউতে আব্দুল আজিজ নামে এক ব্যক্তির মৃত্যু হয়।  তার শরীরের ৪৭ শতাংশ পুড়ে গিয়েছিলো বলে জানিয়েছে চিকিৎসক। এখনো আরও চারজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাদের কেউই আশংকামুক্ত নয় বলে জানিয়েছে চিকিৎসক।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর (শুক্রবার) এশার নামাজের সময় মসজিদের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অর্ধশত মানুষ আহত হয়। দগ্ধ হয়ে ৩৭ জন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

সূত্র: DBC News

Tags: