Type to search

নানা আয়োজনে যশোর মুক্ত দিবস উদযাপন

জাতীয়

নানা আয়োজনে যশোর মুক্ত দিবস উদযাপন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা যশোর। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহন করে যশোর জেলার জনগণ। দিবসটি যশোর মুক্ত দিবস হিসাবে মহা সাড়ম্বরে যশোরের আপামর জনগণ নানা আয়োজনে যশোর মুক্ত দিবস উদযাপন করছে। যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার সকাল ১০টায় টাউন হল মাঠে লাল সবুজ বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনটির শুভ সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। উদ্ভোদন শেষে শুরু হয় বর্ণাঢ্য বিজয় র‌্যালি। র‌্যালিটি শহরের ঈদগাহ ময়দান, চিত্রার মোড় হয়ে দড়াটানা দিয়ে বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শেষ হয়।

প্রায় দুই হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ বিজয় র্যালিতে অংশ নেন। র‌্যালি শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, বৃহত্তর যশোর জেলার বিএলএফ প্রধান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, জাসদের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি ও বিএলএফ উপ প্রধান বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এ.এইচ.এম মুযহারুল ইসলাম মন্টু, যশোর সরকারি এম.এম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন (পিপিএম), শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে আবৃত্তি করেন শিক্ষক শ্রাবণী সুর। জাতীয় সংগীত পরিবেশন করেন শিল্পকলা একাডেমীর শিল্পীরা। এছাড়া, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে যশোর জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।