Type to search

নাটোর ১৫ আগষ্ট উপলক্ষ সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযোদ্ধা-৭১ জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি

জাতীয়

নাটোর ১৫ আগষ্ট উপলক্ষ সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযোদ্ধা-৭১ জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি

নাটোর প্রতিনিধি- ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নাটোর সদর উপজেলা সেক্টর কমান্ডারস্ ফোরাম  মুক্তিযোদ্ধা-৭১ এর আয়োজনে ৪৫তম জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি ১আগষ্ট থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে সকালে ফুলবাগান কার্যলয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
নাটোরে সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযোদ্ধা-৭১ জেলা ,উপজেলা ,পৌর শাখার যৌথ উদ্দ্যেগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তাহার স্ব-পরিবারকে ১৯৭৫ সনে ১৫ আগষ্ট স্বাধীনতা বিরোধী কু-চক্রী মহল ও ঘাতকের নিশংস ভাবে হত্যা করে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে বিলুপ্ত করার গভীর ষরযন্ত্রে লিপ্ত হয়। কর্মসূচি ১ আগষ্ট সূর্য্য উদয়ে সাথে সাথে জাতীয় পতাকা অধূনমিত , কালো পতাকা ও  মুক্তিযোদ্ধা পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন। কালো ব্যাচ ধারণ। সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযোদ্ধা-৭১ নাটোর সদর ফুলবাগান কার্যালয় অফিসে শাখায়। ১ আগষ্ট থেকে ১৫ আগষ্ট পর্যন্ত  ১৫ দিনব্যাপি সেক্টর কমান্ডারস্ ফোরাম এর অফিস কার্যলয়ে বঙ্গবন্ধু ভাষণ ও ভিডিও চিত্র প্রদর্শন করা এবং ১৫ তারিখ সকাল ১০ টার দিকে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া । এই সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা সাবেক কমান্ডার ও সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযোদ্ধা-৭১ এর সভাপতি যুদ্ধহত মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবুল হোসেন ,যুদ্ধকালিন কমান্ডার জনাব আলী জুরান, সাবেক তথ্য প্রচার সহ কমান্ডার সদর উপজেলা শাখা জাহাঙ্গীর হোসেন, মুক্তিযোদ্ধা মোঃ হান্নান মোল্লা , মাসুদ আলী মোল্লা , আঃ আলীম ,মুক্তিযোদ্ধার সন্তান মোঃ হেদায়েতুল ইসলাম প্রমুখ।
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *