নাটোরে স্থানীয় এমপি ও তার অনুসারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের নামে অশ্লীল ও মানহানিকর বক্তব্য দেওয়া সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে স্থানীয় এমপি ও তার অনুসারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।
নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের নামে অশ্লীল ও মানহানিকর বক্তব্য দেওয়া সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে স্থানীয় এমপি শহিদুল ইসলাম বকুল ও তার অনুসারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে দুই উপজেলা আওয়ামীলীগ নেতা কর্মিরা। আজ বুধবার দুপুরে নাটোর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসাহাক আলী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারন সম্পাদক সেকেন্দার রহমান। সংবাদ সম্মেলনে অভিযোগ করে বক্তারা বলেন, নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি হওয়ার পর থেকে দলের প্রকৃত নেতা-কর্মিদের বাদ দিয়ে দলীয় কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সভা সমাবেশে দলের প্রকৃত ত্যাগী নেত দের বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ন বক্তব্য দিয়ে আসছেন এমপি নিজে সহ তার অনুসারীরা। তিনি দলের মধ্যে বিএনপি জামায়াত এর লোকজন নিয়ে এলাকার পরিবেশ নষ্ট করছেন। মাদক সেবী সহ বিক্রেতাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে আসছেন। ুতুন গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রাথীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নির্বাচন করে তার আপন সহদরকে চেয়ারম্যান বানিয়েছেন। তারা এই বিষয়গুলো নিয়ে জেলা আওয়ামীলীগ নেতাদের কাছে অভিযোগ করেও কোন সুবিচার পাননি। আওয়ামীলীগের ভাবমুর্তি নষ্ট করা এই সকল জনপ্রতিনিধিদের কঠিন ব্যবস্থা গ্রহনের দাবী করেন।