Type to search

নাটোরে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তার চেক বিতরণ

জাতীয়

নাটোরে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তার চেক বিতরণ

নাটোর প্রতিনিধি.
করোনা কালিন পরিস্থিতিতে নাটোরে ২৭ জন সাংবাদিকের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার সময় শহরের কান্দিভিটা এলাকায় স্থানীয় সংসদ সদস্যের বাসভবনে এই সহায়তার চেক বিতরন করা হয়।জেলায় কর্মরত ২৭ জন সাংবাদিকের হাতে এই সহায়তার চেক তুলে দেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এসময় উপস্থিত ছিলেন নাটোর প্রেসক্লাবের সভাপতি মোঃ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক বাপ্পি লাহিড়ী, সিনিয়র সাংবাদিক রনেন রায়, জাহিদুল ইসলাম, রাশেদুল ইসলাম রাসেল, আজিজুল হক টুকু, জাহিদুল হুদা ফরহাদ, গোলাম মোস্তফা, মামুনুর রশীদ, সহ সাংবাদিক নেতৃবৃন্দ।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল উদ্দিনের সহায়তায় নাটোরে কর্মরত ২৭ জন সাংবাদিককে ১০ হাজার করে মোট ২ লাখ ৭০ হাজার টাকার সহায়তা দেয়া হয়।